ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক ভবনের নিচতলার একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা রাজধানীর এলিফ্যান্ড রোডে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের পেছনে। সোমবার (৮ নভেম্বর) রাত ৯টা ১৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজধানী পলাশী ব্যারাকের স্টেশন অফিসার আল মাসুদ বলেন, ফুডের একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই ক্যাফের প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ক্যাফের কিচেন রুম থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।