ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডোবা থেকে সামিউল ইসলাম (২১) নামে এক যুবকের ৩ টুকরো বস্তাবন্দি মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে।
সৈয়দপুর শরৎনগর কাজিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে সামিউল। তিনি পেশায় পিকআপ চালক।
কালিরবাজারের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টায় মনশাসন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছে।
নিহত সামিউলের মামি লিপি আক্তার জানান, ১১ দিন আগে সামিউল বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনয়ারুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিছিন্ন অবস্থায় রয়েছে। আমাদের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
মরদেহের কয়েকটি অংশ উদ্ধার করলেও এখনও মাথার সন্ধান পাওয়া যায়নি। গতকাল পরিবারের সদস্যরা থানায় জিডি করেছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।