বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২৪

স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা দিনাজপুরের নবাবগঞ্জে। নিহতরা হলেন উপজেলার নিরসা পলাশবাড়ী এলাকার প্রয়াত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৬৫) ও তাঁর স্ত্রী ফেন্সী বেগম (৫০)। গতকাল শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।
পুলিশ সূত্র জানায়, এলাকাবাসী তাদের খবর দেয়, পলাশবাড়ী এলাকায় স্বামী-স্ত্রীর মরদেহ বিছানায় পড়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, হাফিজুল ইসলাম হজ্জ করেছেন। তাঁর ছেলেমেয়েরা অন্য জায়গায় বসবাস করেন। বাড়িতে স্বামী-স্ত্রী থাকেন।
নবাবগঞ্জ থানার ওসি জনাব, ফেরদৌস ওয়াহিদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলে সিআইডি পুলিশের একটি দল কাজ করছে।