ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন আর এই ঘটনা নবীগঞ্জে তেলবাহী লরিচাপায়। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি মডেল বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীগঞ্জের কুর্শী ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাহরাইনপ্রবাসী শামীম মিয়া ও তার বন্ধু একই গ্রামের শের আলী। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু আতাউর রহমান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ডালিম আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসখানেক আগে ছুটিতে দেশে আসেন শামীম মিয়া। বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে তিনি ঘুরতে বের হয়েছিলেন শুক্রবার সকালে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আউশকান্দি মডেল বাজার এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় ঢাকাগামী একটি তেলবাহী লরি। ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আহত শের আলী ও আতাউরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই শের আলী মারা যান।