ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্রেপ্তার হওয়া এক যুবক জিজ্ঞাসাবাদে দুই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন সূত্রহীন মামলার ছায়া তদন্তে। এই যুবককে (সিরিয়াল কিলার) বলে সন্দেহ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
কুমিল্লার দাউদকান্দির আবদুল্লাহ আনসারী ওরফে মুন্না (২৩) নামের ওই যুবককে গত রবিবার কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মুন্না প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর নারীদের হত্যা করছিলেন। তিনি প্রেমের অভিনয় করে দুই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই কুমিল্লা। এই দুটি হত্যার ঘটনা ছিল সম্পূর্ণ সূত্রহীন (ক্লুলেস)।
পিবিআইয়ের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি হত্যা মামলায় মুন্নাকে গ্রেপ্তারের পর তাঁর কাছে আরেকটি হত্যাকাণ্ডের তথ্য পান। জিজ্ঞাসাবাদে মুন্না জানান, আরো তিন নারীকে হত্যার পরিকল্পনা ছিল তাঁর। ওই তিন নারীর সঙ্গেও মুন্না সম্পর্ক গড়ে তুলেছিলেন।
পিবিআইয়ের কর্মকর্তারা বলছেন, মুন্না ধরা না পড়লে কিছুদিনের মধ্যে আরো একাধিক নারী হত্যার শিকার হতেন। মুন্না স্বীকার করা দুটি হত্যাকাণ্ডের বাইরে আরো হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পিবিআই।