ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে ফাতেমা বেগম (৩৮) নামে চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, ২৭ অক্টোবর সন্ধ্যায় সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরের নিজপাট নয়াবাড়ি গ্রামে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে ফাতেমা বেগমের। তিনি ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী। এদিন সন্ধ্যা ৬টার দিকে বসত ঘরের গ্রিল খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির রান্না ঘরে বিদ্যুতের কাজের জন্য লাইন নেওয়া হয়েছিল। ভুলবশত লাইনের কাটা অংশ গ্রিলে জড়িয়ে থাকায় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তার।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জনাব, গোলাম দস্তগীর আহমেদ বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।