বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৯

এক তরুণীকে অ্যাসিড ঢেলে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার (২৫ অক্টোবর) দুপুরে, বিয়েতে রাজি না হওয়ায় যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় শামিম হাসান (৩৫) নামে এক শ্রমিক তার নারী সহকর্মীকে পিটিয়ে ও অ্যাসিডে ঝলসে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভয়নগর থানার ওসি জনাব, একেএম শামীম হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শামিমকে বিকালে গ্রেফতার করা হয়েছে। নিহত কেয়া খাতুন অভয়নগরের গ্রামতলা গ্রামের আবুল কালামের মেয়ে। গ্রেফতার শামিম জাফরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
ওসি জনাব, একেএম শামীম হাসান বলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শামিম লোহার রড দিয়ে পিটিয়ে ও অ্যাসিড ঢেলে কেয়াকে হত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।