শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৩

বিদেশী মদসহ নেত্রকোনায় এক যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মো. নাজিম মিয়াকে (২৪) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. নাজিম মিয়া জেলা শহরের সাতপাই এলাকার মৃত হাসেম উদ্দিনের ছেলে।
লে. কমান্ডার বিএন, উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক জনাব, এম. শোভন খান বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনাসহ আশপাশের এলাকায় একটি চক্র পাইকারি ও খুচরা মাদক বিক্রয় করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের সাতপাই পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মো. নাজিম মিয়াকে গ্রেফতার করা হয় এবং এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”