মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:২৪

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আর এই ঘটনা সুনামগঞ্জের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে।
নিহতরা হলেন জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিদয় হোসেন (২০), আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০) এবং সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)।
বুধবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোদরটুপি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ অভিমুখে আসা তিন মোটরসাইকেল আরোহীসহ মোটরসাইকেলের সাথে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
এসময় দ্রুতগতিতে ঘাতক বাস পালিয়ে যাওয়ায় বাসের তথ্য পাওয়া সম্ভব হয়নি।