ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে ডুবে গেছে এমভি বিউটি অব লোহাগড়া-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ আর এই ঘটনা বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলার মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায়।
শনিবার ভোর রাতে মোংলা বন্দরের চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজের এসওএস (সেভ এন্ড সোল) বার্তা পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
এরপর উদ্ধারকৃত ১০ নাবিককে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মোংলাগামী অন্য একটি লাইটার কার্গো জাহাজে উঠিয়ে দেয়। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।