শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯

হত্যার অভিযোগে আটক একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব শত্রুতার জেরে চাইথোয়াই মারমা (৬৬) নামে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে খাগড়াছড়ির রামগড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তবর্তী রামগড়ের মাস্টারপাড়ার এ ঘটনায় পুলিশ আরফিন শরীফ পাটোয়ারী নামে একজনকে আটক করেছে। তিনি রামগড় রেস্ট হাউজের কর্মচারী আবু আহাম্মদের ছেলে।
নিহতের ছেলে অংশেউ মারমার অভিযোগ, কিছুদিন আগে শরীফ পাটোয়ারি তাদের বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করায় শরীফ তারা বাবাকে পুড়িয়ে হত্যা করেছে।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা বাড়ির পাশে রাস্তার ধারে বসে ছিলেন। এ সময় শরীফ ইট দিয়ে তার মাথায় আঘাত করেলে তিনি অচেতন হয়ে যান। পরে শরীফ তার বাবার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়দের সহায়তায় তার বাবাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আগুনে তার বাবার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায় বলে জানান চিকিৎসকরা।
অংশেউ মারমা আরও জানান, তার বাবার শরীরের পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় শরীফ মদ্যপ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ জানান, শরীফ একজন মাদকাসক্ত। একমাস আগে তাকে বিয়ে করানো হলেও তিনদিনের মাথায় সংসার ভেঙে যায়। তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির শরীরের ৭০ ভাগের বেশি দগ্ধ হয়েছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে শরীফকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।