রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৫৫

এক শিশুর পানিতে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে রিফাত মিয়া নামে ৭বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলায়। রিফাত মিয়া দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামের ফারুক মিয়ার ছেলে।
রোববার (৩অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান,শিশু রিফাত নিজ বাাড়িতে খেলা করার একপর্যায়ে পরিবারের লোকদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে থাকা অবস্থায় রিফাতকে উদ্ধার করে এবং পরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত ডাক্তার রিফাতকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু রিফাত মিয়ার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি তার পিতা ফারুক মিয়া নিশ্চিত করেছেন।