বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩০

দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে টাঙ্গাইলের কালিহাতীতে। শুক্রবার (১ অক্টোবর) বিকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলা হাতিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহিন ও চিনামুড়া গ্রামের রনি।
স্থানীয়রা জানায়,হাতিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহিন ও চিনামুড়া গ্রামের রনি হাতিয়া থেকে এলেঙ্গা আসছিলেন। এ সময় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ী নামক স্থানে তারা দুর্ঘটনায় শিকার হয়। পরে শাহিন ও রনিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকা‌রী উপপ‌রিদর্শক নবিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শে‌ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।