ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাসনাবাদ এলাকায় ঢাকা-মাওয়ার হাইওয়ে এক্সপ্রেসের পরিবহনের একটি বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছে কেরানীগঞ্জে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বাসটি সিরাজদিখা ইছাপুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার গুলিস্তানের দিকে যাচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজদিখান পরিবহনের গুলিস্তানগামী বাসটি পিছনের চাকা ফেটে হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার উপড় উল্টে যায় এবং রাস্তার ওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে আহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ খবর শুনে পোস্তগোলা ফায়ার সার্ভিস, হাসাড়া হাইওয়ে পুলিশ ও দক্ষিণ থানা পুলিশ, বাসটি সরিয়ে মহাসড়কে সড়কের বাস চলাচলের স্বাভাবিক করেন।
এ বিষয়ে হাইওয়ে হাসাড়া পুলিশের অফিসার ইনচার্জ জনাব, আফজাল হোসেন জানান, সকালে বৃষ্টি হওয়ায় মহাসড়কের রাস্তা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বাসটি মহাসড়ক থেকে সরিয়ে বাস চলাচল স্বাভাবিক করেছি।