শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২৩

পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে পটুাখালীর বাউফলে একটি কন‍্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই কন‍্যা শিশুটির নাম হুমায়রা (০৪ )।
(২৭ সেপ্টেম্বর ) সোমবার এ ঘটনা ঘটেছে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে। জানা গেছে ওই শিশুর বাবার নাম মোঃ খলিলুর রহমান। দাসপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে তার বাড়ি।
শিশুর মামা আইয়ুব হোসেন প্রতিবেদককে বলেন, ঘটনার দিন দুপুরে সকলের অগোচরে সে খেলতে যায়। অনেক সময় পেড়িয়ে গেলে তাকে না পেয়ে আমরা অন্বেষণ করি। সন্দেহ হলে বাড়ির পিছনে পুকুর পাড়ে যাই পুকুরের পানি ঘোলা দেখেই সাথে সাথে পুকুরে নামলে ঘাটের কাছেই তাকে পাওয়া যায়। বেলা সোয়া ১২টার সময় ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”