বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বুনাগাতী সড়কের জুনারী মোড়ের পূর্ব পাশে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক চালকসহ ট্রাক আটক করেছে শালিখা থানা পুলিশ। আহত ২ জনকে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো- পুলুম গ্রামের ইবাদুল ইসলামের স্ত্রী শরিফা (৩৫) ও তার ৬ মাসের কন্যা খাদিজা খাতুন।
আহতরা হলো- শালিখার পুলুম গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ভ্যান চালক মিজানুর (৪০) ও আমিনুরের স্ত্রী রহিমা বেগম তাদের সকলের বাড়ী পুলুম গ্রামে।
ঘাতক ট্রাক চালকের নাম শুকুর আলী (৩০)। সে যশোর জেলার কাটাখাল ঝিকরগাছা এলাকার মকছে আলীর ছেলে।
এ ঘটনায় শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।