শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৪২

দুর্ঘটনায় এক পথচারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুক মিয়া (২৪) নামে এক পথচারী ব্যক্তি নিহত এবং আহত হয়েছে মোটরসাইকেল চালক আর এই ঘটনা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।
নিহত পথচারী মাসুক মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা রাজা মিয়ার ছেলে। আহত মোটর সাইকেল চালক শাহরিন মিয়া (১৮) বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আনোয়ারপুর বাজারের পশ্চিমের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
আনোয়ারপুর বাজার ব্যবসায়ীরা জানান, মোটর সাইকেল চালক শাহরিন মিয়া (১৮) আনোয়ারপুর বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মাসুক মিয়ার উপর মোটরসাইকেল তুলে দেয়।
এতে গুরুত্বর আহত অবস্থায় লোকজন মাসুক মিয়া ও চালককে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার মাসুক মিয়ার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।