ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎ স্পৃষ্টে আবুল কালাম (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শ্যামের বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ঐ উপজেলার উত্তর পারুলিয়া এলাকার আকবর আলী (ধনির) ছেলে।
জানা গেছে, শ্যামের বাজার এলাকায় সত্যেনের ওয়ার্কশপের (ঝালাইয়ের দোকান) বৈদ্যুতিক লাইনে সমস্যা হলে আবুল কালামকে ডাকে। বৈদ্যুতিক লাইন ঠিক করে পোল/খুঁটিতে সংযোগ দিতে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাত বলেন, আবুল কালাম বৈদ্যুতিক কাজ করে সংসার চালাত। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।