ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে মো. ইসমাঈল নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আর এই ঘটনা চট্টগ্রামের মিরসরাইয়ে। রোববার বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইসমাঈল ওই এলাকার লাল মিয়া সারেং বাড়ির কামরুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, বিকেলে বাড়ির বাইরে খেলছিল ইসমাঈল। হঠাৎ করে কোথাও তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করা হয়। এর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে জুতা ভাসতে দেখা যায়। এ সময় পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু বলেন, খেলার ছলে পুকুরে পড়ে যায় শিশু ইসমাঈল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।