সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:১১

হত্যা মামলায় নারীসহ ৪ জন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশাচালক শরীফ হত্যা মামলায় মানিকগঞ্জের সিংগাইরে নারীসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে লাশ উদ্ধারের পর রাতেই সিংগাইর থানায় নিহতের স্ত্রী সাথী আক্তার মামলা করেন।
রাতেই পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার পৌর এলাকার আজিমপুর মহল্লার (মধ্যপাড়া) গ্রামের মৃত ইমান আলী ফকিরের ছেলে আব্দুল বাতেন ফকির (২৬), একই গ্রামের মৃত সাহেব আলী ওরফে সাক্কুর ছেলে মিজানুর রহমান (৪০), জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মৃত কোহিনুর বিশ্বাসের ছেলে ছামাদ বিশ্বাস (২৬) ও ঢাকার ধামরাই উপজেলার খরারচর গ্রামের বরকত আলীর মেয়ে নাসরিন বেগম (৩৫)।
বুধবার বিকালে রিমান্ড চেয়ে আসামিদের মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।
গত শনিবার উপজেলার পৌর এলাকার মধ্য সিংগাইর (পুকুরপাড়া) এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে শরীফ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পাশে পৌর এলাকার আজিমপুর হানিফ কোম্পানির পরিত্যক্ত ভিটা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সিংগাইর থানার ওসি জনাব, সফিকুল ইসলাম মোল্লা বলেন, হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকালে আদালাতে পাঠানো হয়েছে।