রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:০৯

ছুরিকাঘাতে এক যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন রোববার (২২ আগস্ট) সন্ধায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে ওই ঘটনা ঘটে এবং এর কারন হলো মিলাদ মাহফিলের অনুষ্ঠানে খিচুড়ি কম দেওয়াকে কেন্দ্র করে। নিহত আব্দুল মান্নান (৩৮) কাশিয়াডাঙ্গা গ্রামের আলিবক্স সানার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে একটি মিলাদ মাহফিল শেষে খিচুড়ি বিতরণকালে খিচুড়ি কম দেওয়াকে কেন্দ্র করে আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু হানিফ (২৩) এর গন্ডগোল হয়। এসময় আবু হানিফ ধারালো ছুরি দিয়ে আব্দুল মান্নানের পেটে আঘাত করে। তাৎক্ষণিক উদ্ধার করে যশোরের কেশবপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল মান্নান।
কলারোয়া থানার ওসি জনাব, মীর খায়রুল কবির বলেন, আবু হানিফ ও তার বাবা মজিবুর রহমানকে (৫০) কে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।