শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২০

একজন বিমান বাহিনী সদস্যের ট্রাকচাপায় প্রাণ গেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় শরিফুল ইসলাম (৪৮) নামে বাংলাদেশ বিমান বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে আর এই ঘটনা ঠাকুরগাঁওয়ে। তিনি বিমান বাহিনীর একজন অফিস স্টাফ ছিলেন বলে জানান নিহতের স্বজনরা।
বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও রোড বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। শরিফুল সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী এলাকার মহির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াডাঙ্গী থেকে শহরের উদ্দেশ্যে ছেরে আসা ট্রাক এবং ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গী মোরের উদ্দেশ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে যাওয়ার আগে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুনা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, তানভীরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের কথা নিশ্চিত করেছেন।