রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৫১

সড়ক দুর্ঘটনায় নগরকান্দায় ১ মোটরসাইকেল আরোহী নিহত এবং আহত ১ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন আর এই ঘটনা ফরিদপুরের নগরকান্দায়।
রবিবার সকাল সাড়ে ৯ টার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের জয়বাংলা নামক স্থানে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি বাসের সাথে ঢাকাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় ও সাথে থাকা ১ জন আহত হন।
নিহত ব্যক্তি বাগেরহাট জেলা সদরের সাহেবাহার গ্রামের একরাম আলীর ছেলে কবিরুল ইসলাম (৩২)।
ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়।
ঘটনার পরে ঘাতক বাসটি পলাতক রয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা
নগরকান্দা (ফরিদপুর)”