বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০৯

নিহত ১ জন এবং আহত ৫০ জন, দু’পক্ষের সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাটের জাগ হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহীদ ফকির (৪৬) নামের আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে আর এই ঘটনা ফরিদপুরের বোয়ালমারীর পরমেশ্বরদী এলাকায়। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শহীদ ফকির পরমেশ্বরদী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা। শহীদ ফকিরের পরিবার বলেন, শুক্রবার সকালে পরমেশ্বরদী এলাকায় সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের রামদায়ের কোপে মারাত্মতভাবে আহত হন শহীদ। তাকে দ্রুত ফরিদপুর ট্রমা সেন্টারে এনে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক জনাব, অনাদি রঞ্জন মন্ডল বলেন, ধাঁরাল অস্ত্রের আঘাতে শহীদ ফকিরের পায়ের হাড় ভেঙ্গে গিয়েছিল এছাড়া তার পেটেও ধাঁরাল অস্ত্রের আঘাত ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছিল। কিন্তু ঢাকা নেওয়ার প্রস্তুতির আগেই তিনি ফরিদপুর ট্রমা সেন্টারে মারা যান।