ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে সাকিবা আক্তার (৬) ও আনিছা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে আর এই ঘটনা চট্টগ্রামের রাউজানে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।
বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শমসেরনগর এলাকায় এ ঘটনা ঘটে। সাকিবা শমসেরনগর এলাকার জানে আলম মনুর মেয়ে ও আনিছা একই এলাকার মাহবুব আলমের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন জানান, সাকিবা, আনিছা ও হুমাইরা নামে তিন শিশু পুকুরে পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে আনিছা পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে সাকিবাও পুকুরে পড়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্যশিশু হুমাইরা বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।