বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০৫

নিহত ৫ জন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে আর এই ঘটনা রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের
সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে হাইওয়ে থানার ওসি জনাব, নুরন্নবী প্রধান।
এছাড়া গুরুতর আহত অবস্থায় আরো কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।