সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:২৮

তিনজন নিহত হয়েছে ট্রাক এবং মাহেন্দ্র সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক এবং মাহেন্দ্র সাথে মু‌খোমু‌খি সংঘর্ষে একই প‌রিবা‌রের তিনজন নিহত হ‌য়ে‌ছে আর এই ঘটনা রাজবাড়ীর কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের পাংশা বাসস্ট্যান্ড এলাকায়।
সোমবার দিবাগত রাত ১২টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন ইছহাক শেখ (৩৫), তার কন্যা শিখা (১৪) ও ছেলে আব্দুল মা‌লেক (৫)।
এ ঘটনায় নিহত ইছাহাক শেখের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি চিকিৎসাধীন আছেন।
নিহতরা কু‌ষ্টিয়া জেলার কুমারখা‌লি উপ‌জেলার বা‌সিন্দা। নিহত ইসহাক শেখ সাভা‌রের এক‌টি পোশাক কারখানায় কাজ কর‌তেন।
প্রত্যক্ষদর্শী ইসমাইল মিয়া ব‌লেন, রা‌তে ‌দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি (মা‌হেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছা‌লে কুষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি ট্রা‌কের সাথে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে এ দুর্ঘটনা ঘ‌টে।
পাংশা ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার মোঃ র‌য়েল আহ‌ম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটানা‌টি জানার পর দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছাই।
ঘটনাস্থ‌লেই দু’জন নিহত হয়। পরে হাসপাতা‌লে নেওয়া হলে আরও একজন মারা যায়। নিহতদের মর‌দেহ কু‌ষ্টিয়া হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।