ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত ট্যাংকি থেকে মো. শাহিনুর আলম ইকবাল (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা ময়মনসিংহের তারাকান্দায়। শনিবার নিহতের বাড়ির পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহিনুর ইকবাল তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় লেখাপড়া করতেন।
জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ির কাছে দোকানে চা পান করতে গিয়ে নিখোঁজ শাহিন। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর পিতা তারাকান্দা থানায় একটি জিডি করেন। শনিবার সকালে বাড়ির কাছে পরিত্যক্ত ট্যাংকি থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ল্যাট্রিনের পরিত্যক্ত ট্যাংকি থেকে তার গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠায় পুলিশ।
তারাকান্দা থানার ওসি জনাব, আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।