ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন প্রবাল (২১) নামে এক যুবক আর এই ঘটনা ভৈরবে। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন ভূইঁয়ার ছেলে। স্থানীয় মাতৃকা হাসপাতালের মালিক তিনি। পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালের উপর তলায় থাকতেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পেছনে সাকিল মটরস নামে দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংদের মধ্যে ঝগড়া হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই অপরাধীরা রক্তমাখা কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টায় আবারও ঘটনাস্থলে পৌঁছে শাকিল মটরসের দোকানটি তালা ভেঙে ঢুকে দেখে প্রবালের লাশ রুমের দেয়াল ঘেষে পড়ে আছে। লাশের সঙ্গে একটি খালি বস্তাও পায় পুলিশ।
ধারনা করা হচ্ছে হত্যাকারীরা লাশটি গুম করতে বস্তা এনেছিল। গুম করতে না পেরে হত্যাকারীরা শরীরের রক্তমাখা কাপড় নিয়ে মানুষের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা রাত পৌনে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহিন জানান, পুলিশ সন্দেহজনকভাবে শাকিল মটরসের দোকানের তালা ভেঙে ভিতরে গেলে সেখানে একটি রক্তাক্ত লাশ পায়। পরে স্বজনরা লাশটি শনাক্ত করে।
প্রবালকে কে বা কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং নিহতের লাশ দোকানে পড়ে থাকতে দেখা যায়। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে ঘটনাস্থল দেখে প্রাথমিক আলামত পরীক্ষার পর লাশ থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।