সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫০

আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো ২০ পরিবার, মহামারি করোনাকালে জামালপুরে মেলান্দহ এই অগ্নিকাণ্ডে বসতঘরের চৌকি, বিছানা, মশারিসহ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অন্তত ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (০৪ মে ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জামালপুরে মেলান্দহ উপজেলার রুকনাই আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আশ্রয়ণ প্রকল্পের মুরাদুজ্জামানের রুমে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে ওই কক্ষে আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে ইসলামপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ খায়রুল আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে বড় একটি ঘর পুড়েছে। ওই ঘরে আশ্রিত ২০টি অসহায় পরিবারের চৌকি, বিছানা, মশারিসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ২০ পরিবারের অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দ্রুত ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশের ঘরগুলোতে আশ্রিত আরো অন্তত ৪০টি পরিবার আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।