শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:২৪

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাত ৯টার দিকে মোদিকে বহন করা বিশেষ বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির পথে রওনা হয়।
বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী জনাব, এ কে আব্দুল মোমেন।
সফর শেষে এক টুইটে মোদি লিখেছেন, আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তার উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে
এবং সফরের শেষ কর্মসূচিতে সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি জনাব, মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী।