সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৩২

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং গ্রেফতার ৫ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আর এই ঘটনা পিরোজপুরের ভান্ডারিয়ায়। বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া পৌর এলাকার দক্ষিণ গাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে ।
ধর্ষণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ভান্ডারিয়া সদরের জালাল মিয়ার ছেলে মো. শামীম হোসেন, ছোট গেদুর ছেলে ইব্রাহিম হোসেন, শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার, রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার, হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে ওই গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করে স্থানীয় আট যুবক। পরে একই এলাকার নবীন-প্রবীণের বাগানে নিয়ে আবারো ধর্ষণ করে। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
ভান্ডারিয়া থানার ওসি জনাব, মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।