বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১৭

২৫৫ জন নতুন করে করোনায় আক্রান্ত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ আড়াইশ’র বেশি শনাক্ত হয়েছে চট্টগ্রামে। সংক্রমণ হার ১১ দশমিক ৯৫ শতাংশ। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, গত বৃহস্পতিবার নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ২৫৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ২১৩ জন এবং ১২ উপজেলার ৪২ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৮ হাজার ৭৫৫ জন।
সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৩০ হাজার ৭৪৫ জন ও গ্রামের ৮ হাজার ১০ জন। উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ৪২ জনের মধ্যে হাটহাজারীতে ১০, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৬ জন, আনোয়ারা, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে ৩ জন করে, রাঙ্গুনিয়া, রাউজান, সাতকানিয়া ও বাঁশখালীতে ২ জন করে এবং চন্দনাইশ ও মিরসরাইয়ে ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৮৪ জনই রয়েছে। এর মধ্যে ২৮১ জন শহরের ও ১০৩ জন গ্রামের। সুস্থ্যতার ছাড়পত্র দেয়া হয় ৫৫ জনকে। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩৩ হাজার ৭২২ জনে উন্নীত হলো। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসায় সুস্থ্য হন ৪ হাজার ৫৭৭ জন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসায় আরোগ্যলাভ করেন ২৯ হাজার ১৪৫ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৩০ জন । ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১১৯ জন।