বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৩৫

হিরোইনসহ ইউপি সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে জেলার ঘিওর উপজেরার নালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্যসহ তার সহযোগীকে আটক করেছে সদর থানা পুলিশ আর এই ঘটনা মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুপাই বাজার সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঘিওর উপজেলা নালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য রতন(৪০)ও তার সহযোগী উভাজানী গ্রামের রশিদ মাতব্বরের ছেলে সাইদুর রহমান(৩৫)।
সদর থানার এসআই লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম ইউনিয়নের সরুপাই বাজার সংলগ্ন রাস্তা থেকে ২০ পুরিয়া হিরোইনসহ রতন ও তার সহযোগী সাইদুরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্ততি চলছে।