বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৭

গোবিন্দগঞ্জে বিস্ফোরণে নিহত ৩ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে আকস্মিক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের শব্দটি কীসের, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার বিকেল চারটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেম মিয়ার ছেলে বোরহান উদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্যের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।