ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পবিত্র শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করছে সরকার। চাঁদ এক দিন পিছিয়ে যাওয়ায় আগামী ২৯ মার্চের পরিবর্তে এই ছুটি হবে ৩০ মার্চ।
মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) জনাব, আবুল কাশেম মো. মহিউদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পবিত্র শবে বরাতের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আগে শবে বরাতের ছুটি ২৯ মার্চ (সোমবার) নির্ধারণ করা হয়েছিল। যেহেতু ২৯ মার্চ দিবাগত রাতে
পবিত্র শবে বরাত, তাই স্বাভাবিকভাবেই ৩০ মার্চ (মঙ্গলবার) ছুটি থাকবে।
জনাব, আবুল কাশেম জানান, ২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু হবে, তা ধরে নিয়ে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় ১৬ মার্চ।