ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিরাজগঞ্জের বাঘাবাড়িতে কর্মবিরতি পালন করছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা কারণ ছিনতাই হওয়া তেল উদ্ধারের দাবিতে এবং বন্ধ রয়েছে ডিপো থেকে তেল উত্তোলন। আর এই ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় তেল সরবারহ বন্ধ রয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনি সরকার বলেন, গত ১৬ মার্চ সন্ধ্যায় বাঘাবাড়ি পদ্মা ওয়েল কোম্পানী থেকে ৯ হাজার লিটার তেল নিয়ে বগুড়ায় যাচ্ছিলো একটি ট্যাংক লরি। লরিটি বগুড়া জেলার শেরপুরে পৌছলে ছিনতাইকারীর কবলে পড়ে। তারা তেলসহ লরিটি ছিনতাই করে নিয়ে যায়।
এই ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ ট্যাংক লরি চালক ও হেলপাড়কে আটক করে। তাদের দেয়া তথ্যমতে ট্যাংক লরি উদ্ধার করে পুলিশ। ট্যাংক লরি উদ্ধার হলেও তেল উদ্ধার হয়নি এবং ছিনতাই হওয়া তেল উদ্ধারের দাবিতে ট্যাংক লরি মালিক-শ্রমিক এই ধর্মঘট পালন করছে।