বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৭

৮৬ কেজির বিষ্ণুমূর্তি পুকুর খননে বেরিয়ে এলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুর খনন করতে গিয়ে ৮৬ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে আর এই ঘটনা বগুড়ার কাহালুতে।
সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম পশ্চিমপাড়া গ্রামে সরকারি খাস একটি পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুরে এক্সকেভেটর দিয়ে খনন করা হচ্ছিল। এ সময় মাটির প্রায় ৬ ফুট নিচে বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। পরে এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। মূর্তিটি দেখার জন্য ভিড় জমান অনেকেই।
কাহালু থানার ওসি জনাব, মো. আমবার হোসেন জানান, উদ্ধার করা বিষ্ণুমূর্তিটি ৮৬ কেজি ওজনের। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।