শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৬

৬০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি পুকুরে পাওয়া গেলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পুরাতন পুকুর সংস্কারের সময় ৬০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে আর এই ঘটনা রাজশাহীর বাগমারায়। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুককোলা গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডি) একটি পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে নেয়ার সময় ওই বিষ্ণুমূর্তির সন্ধান মেলে।
জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে উপজেলায় পতিত হয়ে পড়া বিভিন্ন সরকারী পুকুর খনন কাজ অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার নয়ন নামে এক ঠিকাদার বজরুককোলা গ্রামে পুকুর খনন সংস্কারের দায়িত্ব নেয়। এক সপ্তাহ ধরে ভেকু দিয়ে ওই পুকুরের খনন কাজ চলছিল।
মঙ্গলবার দিন ভর ভেকু দিয়ে পুকুরের মাটি কাটার শেষ সময়ে রাত ৮টার দিকে মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির একটি ভারি বস্তু। বিষয়টি না জেনে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন। এতে পুকুরের ধারে থাকা স্থানীয় কয়েকজন লোক এসে মূর্তিটি দেখতে পায়। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন। এ নিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা ও ৬০ কেজি ওজন এটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান ।