শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৬

পুলিশ পাশে দাঁড়াল মানবিকতার উদাহরণ হয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একজন মা ফুটপাতে কাতরাচ্ছিলেন সদ্য প্রসূত সন্তান নিয়ে আর এই ঘটনা চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার। মানসিক ভারসাম্যহীন ওই নারীকে দেখেও পাশ কেটে যাচ্ছিলেন পথচারীরা। সাহায্যে কেউ এগিয়ে আসেনি।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ফুটপাতেই ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী।
পরে বিষয়টি নজরে আসে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহর। তিনি আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই নারীর সাহায্যে এগিয়ে আসেন। নবজাতকসহ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন পুলিশের ওই কর্মকর্তা।
এএসআই আমান উল্লাহ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, রাতে আমার ডিউটি ছিল। ডিউটি শেষে থানায় ফিরছিলাম। পথিমধ্যে ফুটপাতের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন, দৌড়ে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ওই নারীকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম। এখন রাত ১১টা বাজে। মাত্র বাসায় এলাম। মা-মেয়ে দু’জনই ভালো আছে।
স্থানীয়রা জানান, ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে কিছু পুলিশ সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।