ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন তিন জন এমডি (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী) নিয়োগ দিয়েছে সরকার, সরকারি তিন ব্যাংকে। সোমবার (১ মার্চ) এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব, মো. ইসমাইল হোসেন। আর প্রবাসী কল্যাণ ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব, মো. জাহিদুল হক। এছাড়া বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব, মো. আফজাল করিম।