শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৮

সোনালী ব্যাংকের গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে এখন থেকে টাকা আনতে পারবেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এখন বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এবং বিকাশ থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।
একই সঙ্গে ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহক প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থান থেকে ২৪ ঘণ্টার লেনদেন করতে পারবেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ বুধবার রাজধানীর একটি হোটেলে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব, জুনাইদ আহমেদ পলক।