ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিন দিন বাড়ছে কারাগারে মাদকাসক্ত বন্দি। নানামুখী উদ্যোগ নিলেও মাদকের লাগাম টানা যাচ্ছে না। বন্দিরা যখন কারাগারে ঢুকছে তখন বিভিন্ন কৌশলে মাদক নিয়ে কারাগারে মধ্যে যাচ্ছে। খাবারের মধ্যে, পায়ুপথে এমনকি পানির বোতলের মধ্যে কোনো কোনো মাদকাসক্ত বন্দি ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রবেশ করছে। তাদের এ মাদক নিয়ে যাওয়ার পেছনে কারাগারের এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারী জড়িত। তারাও কেউ কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত। দেশে ১৩ টি কেন্দ্রীয় কারাগারসহ ৬৮টি কারাগারে গত ২১শে জানুয়ারি পর্যন্ত বন্দি রয়েছে ৮২ হাজার ৬৫৪ জন। এ সংখ্যা কখনও কখনও ৯০ হাজারের ওপরও ছাড়িয়ে যায়।
মোট বন্দির প্রায় ২৫ হাজার মাদক মামলার আসামি। ইতিমধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক জন কারারক্ষীকে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। কারাগারকে মাদকমুক্ত করার জন্য কারারক্ষীদের ডোপ টেস্ট করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। প্রায় ১২ হাজার স্টাফ ও কারারক্ষীর ডোপ টেস্ট করা হবে। যেসব কর্মকর্তা ও কর্মচারীর মাদক সেবনের অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল জনাব, মো. আবরার হোসেন জানান, কারাগারের স্টাফ ও কারারক্ষীদের ডোপ টেস্টের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।