বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৪০

ভাঁজ করা যাবে অ্যাপলের ফোন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অ্যাপল দেরিতে হলেও ভাঁজযোগ্য ফোন তৈরি করা প্রতিষ্ঠানের তালিকায় নাম লেখাল। তাইওয়ানের এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, চীনের ফক্সকন কারখানায় দুই ধরনের ভাঁজযোগ্য ফোনের অভ্যন্তরীণ স্থায়িত্বের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি দেখতে অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপের মতো।
অর্থাৎ এগুলো উল্লম্ব বা মাঝামাঝিভাবে ভাঁজ করা যাবে। জানা গেছে, ২০১৭ সাল থেকেই এই ধরনের ফোন তৈরির চিন্তাভাবনা করছিল অ্যাপল। তাদের পরিকল্পনা ছিল গত বছরই সেটা বাজারে আনার। কিন্তু করোনার কারণে পুরো পরিকল্পনা পিছিয়ে গেছে। এখন ধারণা করা হচ্ছে, ফোনগুলো ২০২২ সালের শেষের দিকে কিংবা ২০২৩ সালে পাওয়া যাবে।
সূত্র : ম্যাশেবল