ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জানুয়ারিতে চালু করতে যাচ্ছে নতুন ফিচার ফেসবুক নিউজ এবং সংবাদ প্রকাশের জন্য যুক্তরাজ্যের সংবাদ সংস্থাগুলোকে অর্থ দেওয়া শুরু করবে ফেসবুক।
তবে এতে প্রকাশিত সংবাদগুলো এমন হবে, যা এর আগে কোনও প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি। এরই মধ্যে যুক্তরাজ্যের কয়েক শ সংবাদপত্র ও মিডিয়া সংস্থা ফেসবুকের সঙ্গে এ জন্য চুক্তিও করেছে। সেসবের মধ্যে আছে গার্ডিয়ানের মিডিয়া গ্রুপ হার্স্ট (কসমোপলিটন, এল, এসস্কার), আঞ্চলিক প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠান জেপিআই মিডিয়া ও মিডল্যান্ড নিউজ অ্যাসোসিয়েশন।
ফেসবুক আশা করেছে, এই সুবিধা আনুষ্ঠানিক যাত্রা শুরু করলে আরও অনেক সংবাদমাধ্যমই এতে যুক্ত হবে।
প্রসঙ্গত, ‘ফেসবুক নিউজ’ ট্যাবটি শুধু মোবাইল অ্যাপেই পাওয়া যাবে, কোনও ওয়েব ব্রাউজারে নয়।
তথ্যসূত্র: বিবিসি।