ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. ছফিউল্লাহ (৪৩) হত্যায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছেন র্যাব, আর এ হত্যাকাণ্ড হয়েছিল কুমিল্লার দেবিদ্বারের ত্রিবিদ্যা গ্রামে।
গ্রেফতার আসামির নাম মো. রাছেল হোসেন (৩৫)।
তিনি দেবিদ্বারের আন্দিরপাড় এলাকার মো. কিরনের ছেলে।
১৭ মে রাতে মো. রাছেল হোসেনকে গ্রেফতার করেন র্যাব।
আজ রবিবার (১৮ মে) সকালে র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার জনাব, মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, মো. রাছেল হোসেনের (৩৫) অবস্থান পটুয়াখালী জেলার বাউফল উপজেলা এলাকায় শনাক্ত করা হয়।
১৭ মে রাতে র্যাবের অভিযানে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন নগরের হাট এলাকায় অভিযান করে রাছেল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।