শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৩

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানির পাম্প চুরি করতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মান্নান (২৮) নামের এক চোরের মৃত্যু হয়েছে। এ সময় চুরি করতে আসা বাবুল নামের আরেক চোর পালিয়ে গেছে।
আজ মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের অল্যার বাপের পাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান উপজেলার সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাফর আলম প্রকাশ জাফর মিস্ত্রির ছেলে। পালিয়ে যাওয়া চোর বাবুল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুড়ির পাড়া এলাকার ইব্রাহিম ডাকাতের ছেলে।
এ ঘটনার পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আবদুল মান্নানের মরদেহ উদ্ধার করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।