শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:০২

কৃষকের মৃত্যু দুই পক্ষের সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোষ্ঠীগত বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আক্কল আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ মে) উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আক্কল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান।
নিহত আক্কল আলী সোনাতলা পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
নাসিরনগর থানা পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।