ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রবাসীর বাড়ির ছাদে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে, আর এ ঘটনা চাঁদপুরে।
গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে চাঁদপুর উপজেলার মনিপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়ির ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শাহরাস্তি থানার ওসি জনাব, আবুল বাশার জানান।
নিহত ৩৫ বছর বয়সী আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে।
আলমগীর এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। তার স্ত্রীর নাম তাছলিমা বেগম।
শাহরাস্তি থানার ওসি জনাব, আবুল বাশার বলেন, বাড়ির ছাদে গলা কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সন্ধ্যা ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ হত্যার ঘটনা ঘটতে পারে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।
পুলিশ ওই বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে ঘটনা জানার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে একটি মাঝারি সাইজের ধারালো ছুরি পাওয়া গেছে এবং দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করা হবে।