ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রামে। চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নবী সাগর (২৬)
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সিজান (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনের কাজে ব্যবহৃত একটি ছুরি।
পুলিশ বলেছেন, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক সন্দেহ থেকেই আইয়ুবকে খুন করা হয়েছে।
ঘটনার পর তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।